1. admin@crimenews24.net : cn24 :
  2. zpsakib@gmail.com : cnews24 :
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি  যোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নড়াইলে কর্মী সভা গাইবান্ধায় মাদক বিরোধী প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত গাইবান্ধার পলাশবাড়ীতে আখ চাষিরা গুড় তৈরিতে ব্যস্ত মৌলভীবাজার জেলা বিএনপি’র সদস্য  মারুফ’র মৃত্যুতে মহাসচিব এর শোকবার্তা চুয়াডাঙ্গা জেলা কারাগার মাসিক পরিদর্শন মৌলভীবাজারে  পৈতৃক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২ নড়াইলে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ২ প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ কার্পাসডাঙ্গায় লংকাবাংলা ফাউন্ডেশন এর উদ্যোগে  কম্বল বিতরণ   মৌলভীবাজারে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত

সিরাজগঞ্জের এনায়েতপুরে কথিত মাওলানা শহীদুল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১৯৯ বার নিউজটি পড়া হয়েছে

ওয়াজ মাহফিলে কেচ্ছাকাহিনী শুনানো কথিত মাওলানা শহীদুল ইসলাম (৫২) ধর্মীয় আদর্শ বিক্রি করে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোঃ লিঃ-এর নামে সাধারণ মানুষ কে সম্পৃক্ত করে দশ বছর মেয়াদী ডিপিএস নামক সঞ্চয়পত্র খুলে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।বিশ্বনাথপুর কাইজা ঈমান আলী (৭০) নামক একজন গ্রাহক ২০১৮ সালে হজ্জ করাবে মর্মে দশ মেয়াদে বাৎসরিক ৫৬০০ (ছাপ্পান্নো শত টাকা) করে মোট ৬৪,৪৬২/=টাকা গ্রহণ করে। উক্ত ব্যক্তি হ্জ্জ না করতে পারলে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কো. লিঃ লাভ সহ ৩,০০০০০ (তিন লক্ষ টাকা) পরিশোধ করিবে। তের বছর পার হলেও হজ্জ তো দুরের কথা আসল টাকাই পরিশোধ করিতে বিভিন্ন তারিখ ও সময়ে ঈমান আলীকে হয়রানী করছে। অফিসে গেলে মাঠকর্মী কথিত মাওলানা শহীদুল ইসলাম (সাং-বিশ্বনাথপুর কাইজা পোস্টঃ খুকনী-৬৭৭০ থানাঃ এনায়েতপুর, জেলাঃ সিরাজগঞ্জ) কে সঙ্গে নিয়ে আসতে বলে তাকে ছাড়া একটা টাকাও পরিশোধ করা হবেনা মর্মে অফিস জানায় এহেন পরিস্থিতে মাওলানা সাহেব গ্রাহকের সঙ্গে দিনের পর দিন বিভিন্ন ছলছাতুরি ও তালবাহানা শুরু করে,। ঈমান আলী টাকার জন্য বাড়ীতে গেলে হুমকী ধামকী এমন কি তার ছেলে ইউসুফ আলী (৩০) ঈমান আলী কে প্রাণে মেরে ফেলার হুমকী দেয়ে।এ বিষয়ে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স বেলকুচি উপজেলা শাখার ইনচার্জ ইউসুফ আলী জানান, ডিপিএস এর টাকা কবে নাগাদ দেওয়া হবে সঠিক বলতে পারিনা, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স একটি টাকাও কারও মেরে খাবেনা, গ্রাহককে সমস্ত টাকা বুঝে দেওয়া হবে, একটু সময়ের ব্যাপার।
এ বিষয়ে মাওলানা শহীদুল ইসলামের বিরুদ্ধে ঈমান আলী এনায়েতপুর থানায় গত ২৯/০৫/২০২৩ইং তারিখে একটি লিখিত অভিযোগ করে।,
এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি আনিসুর রহমান (জুয়েল) বলেন, মাওলানা শহীদুল ইসলামের বিরুদ্ধে একটা অভিযোগ পেয়েছি তদন্তসাপেক্ষে প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর ....
© All rights reserved © 2022 crimenews24.net
Design & Developed By : Anamul Rasel