চট্টগ্রামের বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গাজী বিক্রস (GBM) নামে একটি ইট ভাটার ইট পোড়ানোর চুল্লীতে পানি দিয়ে চুল্লী নিভিয়ে দেওয়া হয়। ওই বিক্রসের অফিস কক্ষ, মেশিনরুম সিলগালা করে দেওয়া হয়। গাজী বিক্রসের প্রস্তুতকৃত ইট, দু’টি ভ্যানগাড়ি, একটি ইট ভাঙ্গার মেশিন ও একটি ট্রাক্টর জব্দ করা হয়।
সোমবার (২৯ মে) বিকেলে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড রত্নপুরে গাজী বিক্রস এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান। এ সময় বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম লিডার নুরুল বাশার ও তার টিম এবং থানা পুলিশ উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, ‘অভিযানের উপস্থিতি টের পেয়ে মালিকপক্ষ পালিয়ে যায়। এ সময় বিক্রসের ইট পোড়ানোর চুল্লীতে পানি দিয়ে চুল্লী নিভিয়ে দেওয়ার পাশাপাশি অফিস কক্ষ, মেশিনরুম সিলগালা করে দেওয়া হয়। জব্দকৃত মেশিন ও গাড়ি স্থানীয় ইউপি সদস্য সাহাবউদ্দিনের জিম্মায় দেওয়া হয়। ইটভাটার বিরোদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।