মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের কেশবচর গ্রাম ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি সীমানায় অবস্থিত এরাবরাক নদীর উপর নির্মিত ৯৬ মিটার দৈর্ঘ সেতুর কাজ শেষে রবিবার ২৮ মে দুপুরে আনুষ্ঠানিভাবে উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোঃ নেছার আহমেদ।
প্যানেল চেয়ারম্যান হাজী ইলিয়াছ মিয়ার সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহনেয়াজ মিলাদ গাজী,অতিরিক্ত প্রকৌশলী এলজিইডি সিলেট বিভাগ এজাজ মোর্শেদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক সেলিম, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উদ্দিন,মৌলভীবাজার সদর উপজেলা প্রকৌশলী এলজিইডি মোঃ আলমঙ্গীর চৌধুরী, ১নং খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী,সাবেক ইউপি চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু,সাবেক ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন।