মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে জয়ধন মিয়া শান্ত (৩০) এবং হান্নান মিয়া(৩৪) নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) দিনগত রাতে শ্রীমঙ্গল উপজেলার ভানুগাছ রোড থেকে দুজনকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে এসআই অলক বিহারী গুন, এসআই রাকিবুল হাছানসহ থানার একটি টিম শ্রীমঙ্গলের ভানুগাছ রোডে চেকপোস্ট পরিচালনা করেন।
রাত ১১টা ৫০ মিনিটের সময় কমলগঞ্জ থেকে আসা একটি সিএনজি অটোরিকশার গতিরোধ করে তল্লাশি করা হয়। তল্লাশিকালে গাড়ির পেছনের সিটে বসা জয়ধন মিয়া শান্তর কাছ থেকে থেকে ১ হাজার ২শ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লক্ষ ৬০ হাজার টাকা। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়।
আটককৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে জানায় , তারা কমলগঞ্জ উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে এবং সেগুলো বিক্রির জন্য শ্রীমঙ্গল নিয়ে আসছিল।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জানান,আটককৃতরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। জয়ধন মিয়া শান্তর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।