আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের আজ ২১ মে মনোনয়ন পত্র দাখিলের প্রথম দিন৷ এদিন বেলা ১২ টার দিকে মনোনয়ন পত্র দাখিল করেন রাসিকের ১৯ নং ওয়ার্ডের মানবতার ফেরিওয়ালা কাউন্সিলর তৌহিদুল হক সুমন।মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ২৩ মে। এর মধ্যে শুরু হয়েছে প্রার্থীদের মনোনয়ন দাখিল পর্ব। প্রথম দিনের প্রথম প্রহরে অনেকেই মনোনয়ন পত্র দাখিল করেছেন।
গণমাধ্যমের এক সাক্ষাৎ এ কাউন্সিলর তৌহিদুল হক সুমন বলেন, আসন্ন ২১জুন অনুষ্ঠিত রাজশাহী সিটি নির্বাচনে আবারো বিজয়ী হবো ইনশাআল্লাহ। জনগণের দোরগোড়ায় সেবা পৌছে দেওয়ায় জনগণ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাকে আগামী নির্বাচনে ভোট দিবেন বলে আমি আশাবাদী। আমার ওয়ার্ডে এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রতিকার ঘটনা ঘটেনি। সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন হবে বলে আমি আশাবাদী। আমাদের ওয়ার্ডে দু একটি কেন্দ্র ছাড়া কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র নাই।
রাজশাহী সিটি নির্বাচন উপলক্ষে আগামী ২৫ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২৮ মে পর্যন্ত।
মনোনয়ন পত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন বায়তুল মামুর জামে মসজিদের সভাপতি গোলাম মোস্তফা, ১৯নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি রেজাউল হক মঞ্জু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, সহ-সভাপতি মোঃ নাসির উদ্দিন, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক,নুরুল ইসলাম ফয়সাল,বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক মোঃ সুলতান প্রমুখ।