ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খেলাফত হোসেনের দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (২০ মে) রাত ১১টায় রুহিয়া সালেহিয়া মাদরাসা কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে দুপুর তিনটার সময় রুহিয়া কর্ণফুলী বাজার সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের কলোনিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অর্নার প্রদান করেন পুলিশ বাহিনীর একটি চৌকষ দল।
এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদরের সহকারী কমিশনার (ভূমি) তানজিলা তাসনিম, রুহিয়া থানার দায়িত্বপ্রাপ্ত উপ পরিদর্শক আকবর আলী, ঠাকুরগাঁও সদর উপজেলা মুক্তযোদ্ধা কমান্ডার সুবোধ চন্দ্র রায়, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) বীরমুক্তিযোদ্ধা নরেন্দ্রনাথ সরকার।
খেলাফত হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। শনিবার (২০ মে) ভোর সাড়ে পাঁচটায় পানি উন্নয়ন বোর্ড কলোনির বাড়িতে তার মৃত্যু হয়। স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
বীর মুক্তিযোদ্ধা খেলাফত হোসেনের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলাধীন বালিয়াডাঙ্গী উপজেলার ফুলতলা গ্রামে। দীর্ঘ সময় পানি উন্নয়ন বোর্ডে চাকরি করেছেন। ২০০৩ সালে তিনি অবসরে যান। মুক্তিযুদ্ধের সময় তিনি সম্মুখ সমরে অংশ নেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর।