পুলিশ ই জনতা জনতাই পুলিশ এই স্লোগান কে সামনে রেখে আরএমপি মানবিক পুলিশ সাধারণ জনগণ কে সচেতনতা সৃষ্টির লক্ষে মত বিনিময় সভা করেন। অফিসার ইনচার্জ এস এম মাসুদ পারভেজ তিনি তার বক্তব্যে মাদক বিষয়ে সচেতনতা মূলক বক্তব্য দেন, বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে সচেতনতা মূলক বক্তব্য দেন। বিট পুলিশিং এর কাজ কী এ বিষয়ে সাধারণ জনগণ কে বর্ণনা দেন। তিনি তার বক্তব্যে বলেন ” আমার কাছে সব মানুষ ই সমান লুঙ্গি পরে আসলেও সে আমার কাছে সম্মানী ব্যাক্তি, প্রত্যেক মানুষের আইন গত সমস্যা সমাধানের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে, সবার কাছে তার সেবা প্রদান করার কথা ব্যাকতো করেন”। আরো উপস্থিত ছিলেন বেলপুকুর থানা পুলিশ (আর এম পি) এস আই আক্তার হোসেন, এ এস আই আশরাফ। আরো উপস্থিত মানবাধিকার কর্মী সিহাব সম্রাট, মেম্বার সালাউদ্দিন, সাবেক মেম্বার ওয়াহেদ আলি, প্রফেসর আশরাফ হোসেন ইনারা সবাই মাদক, বাল্য বিবাহ ও জনসচেততামূলক বক্তব্য দেন।