চুয়াডাঙ্গা সদর থানা কর্তৃক মাদক বিরোধী অভিযানে মাহাব্বুর রহমান, অফিসার ইনচার্জ, চুয়াডাঙ্গা সদর থানা, চুয়াডাঙ্গার নেতৃত্বে এসআই (নি:)মোঃ মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ ১৯.০৫.২০২৩ খ্রিষ্টাব্দ বেলা আনুমানিক ১২টা ১০ মিনিটের সময় চুয়াডাঙ্গা সদর থানাধীন জনৈক নীলরতন সাহার গোডাউনের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃত আসামী ১) মোঃ বদর উদ্দিন বাদল (৩৩), পিতা-কাবিল উদ্দিন, সাং- বুজরুকগড়গড়ি (কেদারগঞ্জ), থানা ও জেলা-চুয়াডাঙ্গা এবং ২) মোঃ জানে আলম নয়ন (৪২) পিতা মৃত: নিজাম উদ্দিন, সাং-জেহালা মুন্সিগঞ্জ, থানা-আলমডাঙ্গা, জেলা চুয়াডাঙ্গাদ্বয়ের নিকট হতে ২৭ (সাতাশ) পিস এ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।