আলমডাঙ্গার বিশিষ্ট সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম জাতীয় লেকক পরিবার সাহিত্য সম্মাননা পদক লাভ করেছেন।গত ১২ মে রাত ১০ টার দিকে ঢাকা মহাখালি রাওয়াক্লাবের ৪নং ফ্লোরের হলরুমে জাতীয় লেখক পরিবারের ৭ম প্রতিষ্টা বার্ষিকি পারন উপলক্ষে আলোচনা সভা,গুনিজন সম্মননা,সাহিত্য সম্মাননা,ও ডাঃ মেজর দাউদ স্মৃতি সম্মাননা প্রদান অনুষ্টানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কথা সাহিত্যিক জুবাইদা গুলশান আরা হেনা।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক,অনুবাদক,প্রকাশক কর্নেল মেজবাহ উদ্দিন আহমেদ।বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট কবি,সংগঠক অভিনেতা এবিএম সোহেল রশিদ।বিশিষ্ট অতিথি সিনিয়র সচিব সাসুল আরেফিন,বিশিষ্ট আইনজীবি ও সাহিত্য প্রেমী সৈয়দ বশির চৌধুরি।বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকার,কথাসাহিত্যিক ড,আবুল হাসান,কবি ও বীর মুক্তিযোদ্ধা মান্নান রায়হান,কবি ও সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা হামিদুল আজম,বিশিষ্ট ছড়াকার জীবন সদস্য বাংলা একাডেমী আতিক হেলাল,প্রভাসক কবি ও সংগঠক মোসলেহ উদ্দিন,কবি ও সাহিত্যিক হাসান টুটুল,কবি ইসতিয়াক আহমেদ।অনুষ্টান পরিচালনা করেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক টিভি ব্যাক্তিত্ব মাসুম বিল্লাহ।অনুষ্টানে আলমডাঙ্গার বিশিষ্ট সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা খ,হামিদুল ইসলাম আজমকে জাতীয় লেখক পরিবার সাহিত্য সম্মাননা পদক প্রদান করেছে।এ ছাড়াও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব কবি বীর মুক্তিযোদ্ধা মান্না রায়হানকেও এই সম্মাননা প্রদান করেছে।সার্বিক সহায়তায় ছিলেন জাতীয় লেখক পরিবারের কর্নধর রুবি সামসুন্নাহার।
বিশিষ্ট নাট্যকার কথা সাহিত্যিক ও আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কবি হামিদুল ইসলাম আজমকে ঢাকা জাতীয় লেখক পরিবার সাহিত্য সম্মাননা পদকে ভুষিত করায় অভিনন্দন জানিয়েছেন,আলমডাঙ্গা সাহিত্য পরিষদ,আলমডাঙ্গা প্রেসক্লাব,গাঙচিল সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ,আলাউদ্দিন আহম্মেদ পাঠাগার,আলমডাঙ্গা বিশ্ব কবি রবীন্দ্রনাথ ও কাজী নজরুল উদযাপন পরিষদ,নাগরিক নাট্যাঙ্গন,সম্মিলিত সাংস্কৃতিক জোট,সহ বিভিন্ন সামাজিক সংগঠন। উল্লেখ্য অনুষ্টানটি ঢাকা মহাখালি সামরিক ক্লাবের পাশে সেনা মহিলাদের রাওয়া ক্লাবের চতুর্থ তলার হলরুমে অনুষ্টিত হয়েছে।