চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে ১৫.০৫.২০২৩ খ্রিঃ তারিখ সকাল ১০টার সময় চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত অভিভাবক আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা’র সভাপতিত্বে মে ২০২৩ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার, চুয়াডাঙ্গা উক্ত কল্যাণ সভায় অংশগ্রহণকারী সকল অফিসারদের কথা মনোযোগ সহকারে শোনেন। পূর্ববর্তী কল্যাণ সভায় উপস্থাপিত বিষয়ে সমাধান সহ সার্বিক বিষয়ে আলোচনা করেন। চাহিদার প্রেক্ষিতে থানা ক্যাম্প ফাঁড়িতে দাপ্তরিক ব্যবহার্য জিনিস-পত্রাদি প্রদান করেন। চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত সকল অফিসার ফোর্সদের মধ্য হতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করায় এবং দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করায় পুলিশ সুপার মহোদয় ভাল কাজের স্বীকৃতি স্বরূপ ৪১ জন বিভিন্ন পদমর্যাদার পুলিশ-নন পুলিশ সদস্যদের ক্রেস্ট, সার্টিফিকেট ও অর্থ পুরস্কার প্রদান করেন।
উক্ত কল্যাণ সভায় উপস্থিত ছিলেন ডা. হুমায়রা আক্তার, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, চুয়াডাঙ্গা, এইচ.এম গোলাম রাব্বি, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ), ডিআইও-১, জেলা বিশেষ শাখা, সকল অফিসার ইনচার্জগন, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, আরওআই, টিআই (প্রশাসন), ফাঁড়ী/ক্যাম্প ইনচার্জসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার-ফোর্সগণ।
এ জাতীয় আরো খবর ....