মানব পাচারের অন্যতম গডফাদার মাসুদুল করিম হেলেন তার বাড়ি চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায়, তার পিতার নাম মোহাম্মদ মুসা মেম্বার। বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় চাকরির প্রলোভন দেখিয়ে একেকজনের কাছ থেকে চার থেকে পাঁচ লক্ষ টাকা নিয়ে থাকেন। ভালো কোম্পানি তে কাজ দিবে এমন নানান রকম কাজের লোভ দেখিয়ে ডুবাইতে নিয়ে যায় এবং বলেন তার নিজের কোম্পানী রয়েছে এবং বলেন আমার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এভাবে তিনি মোটা অংকের টাকায় ভিসা বিক্রি করে থাকেন। বাংলাদেশের বিভিন্ন জেলা, উপজেলার ভুক্তভোগীদের মধ্যে রয়েছে রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার নন্দীগ্রামের সামাদ মেম্বারের ছোট ছেলে মোঃ ফারুক হোসেন। ভুক্তভোগীদের মধ্যে আরও রয়েছেন মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ জাকির, খোরশেদ, রমজান, মাহবুব, বাসার, সাইফুল, লিটন, রবিন, রুবেল, সোহেল, সুজন, এরকম শত শত প্রবাসীদের টাকা নিয়ে লাপাত্তা। আর শত শত প্রবাসীদের জীবন কাটছে না খেয়ে অনাহারে প্রবাসে নিয়েজাওয়ার পর তেমন কোনো কাজ দেয়নী। গড ফাদার মাসুদুল করিম হেলেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন সহ যোগাযোগের সব মাধ্যম বন্ধ করে রেখেছেন। প্রবাসীরা তাহার সাথে যোগাযোগ করতে না পেরে মানবেতর জীবন কাটাচ্ছেন তারা এখন দিশেহারা।
এ জাতীয় আরো খবর ....