জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তর শাখার বহুল প্রত্যাশিত কাউন্সিল ও কর্মী সম্মেলন আগামীকাল বৃহস্পতিবার (১১ মে), সিলেট ইউনাইটেড সেন্টারে অনুষ্ঠিত হবে।
সিলেট জেলা উত্তর জমিয়তের সদস্য সচিব নূর আহমদ কাসেমী গণমাধ্যমকে জানিয়েছেন, কাউন্সিল ও কর্মী সম্মেলনে অতিথি হিসেবে থাকবেন সদরে জমিয়ত শায়েখ জিয়া উদ্দিন, জমিয়তের নীতি নির্ধারক সিনিয়র সহ-সভাপতি উবায়দুল্লাহ ফারুক কাসেমী, সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, জমিয়ত মহাসচিব শায়খুল হাদীস মঞ্জুরুল ইসলাম আফেন্দি, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম কাসেমীসহ জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
তিনি জানান, সিলেট জেলা উত্তরের আহ্বায়ক শায়খুল হাদীস আতাউর রহমান কোম্পানিগঞ্জীর সভাপতিত্বে উক্ত কাউন্সিল ও কর্মী সম্মেলন কয়েক হাজার জমিয়ত নেতাকর্মীর উপস্থিতি ঘটবে; ইনশাআল্লাহ।
এ জাতীয় আরো খবর ....