সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় বজ্রপাতে ক্ষয়ক্ষতি রোধে উপজেলা পর্যায়ে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোমবার (৮ মে) দুপুরে বিষম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও প,প, কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহেল মারুফ ফারুকী।
বর্ণমালা কমিউনিকেশন লিঃ এর প্রতিনিধি কাজী সোহেল আহমেদ ও তপু মাহমুদের সহযোগিতায়, কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন।
বজ্রপাত থেকে বাচার উপায় এর উপর বিষেশ দিক নির্দেশনা মূলক বক্তব্য উপস্থাপন করেন, সুনামগঞ্জ সিভিল সার্জন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ ওমর ফারুক। আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর, এম, ও ডাক্তার আব্দুস সালাম ছাকি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ মানিক, সলুকাবাদ ইউ/পি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তপন,।
বক্তাগণ সুনামগঞ্জ জেলার প্রতিটা উপজেলায় বজ্রপাত প্রতিরোধে করনীয় বিষয়ে সকল ইউনিয়ন পরিষদ, সকল বিদ্যালয় ও মসজিদ, মন্দিরে সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালানোর আহ্বান জানান। কর্মশালায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক ও ধর্মীয় ব্যক্তিত্ব গণ উপস্থিত ছিলেন।