মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিএনপির ঈদ পূণর্মিলনী ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল শ্রমিকদল, কৃষকদল ও অঙ্গ সংগঠনের কয়েক সহশ্রাধিক নেতাকর্মী যোগ দেন।
সোমবার (৮ মে) বেলা ১১ টায় শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধুর উদ্যোগে স্থানীয় মহসিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন, বিএনপি নেতা মো. ইয়াকুব আলী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধু। বিশেষ অতিথি ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান লাল হাজি, জেলা মহিলাদলের সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য হেলেনা চৌধুরী, সাবেক পৌর কাউন্সিলর বিএনপি নেতা মো. সাঈদ মিয়া, মো. মিল্লাদ হোসেন, সুদীপ বিশ্বাস, বিএনপি নেতা আতিকুর রহমান জরিপ, হাজী আব্দুল মালেক, পৌর কাউন্সিলর মীর এম এ সালাম, মো. আলকাস মিয়া, সাদ উদ্দিন, আব্দুল জব্বার আজাদ, শ্রীমঙ্গল পরিবহন ইউনিয়ন -১২২৩ এর কার্যকরি সভাপতি মো. ইউসুব মিয়া, সাধারণ সম্পাদক মো. মিছির আলী, বিএনপি নেতা এম এ কাইয়ুম প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতেই হাজারো নেতাকর্মীদের পদচারণায় অডিটোরিয়ামের তিনটি হল কানায় কানায় পূর্ণ হয়ে উঠে। এসময় নেতাকর্মীরা সভার উদ্যোক্তা পৌর মেয়র মহসিন মিয়ার পক্ষে স্লোগানে স্লোগানে সভাস্থল মুখরিত করে তোলে।