গোপন সংবাদে খবর পেয়ে বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নে রাতের বেলায় নির্বিচারে ফসলি জমির মাটি কাটা ও বিক্রির অপরাধে মাটি কাটায় ও পরিবহনে ব্যবহৃত ৪টি ডাম্পার ট্রাক ও ৩টি স্ক্যাভেটর জব্দ করা হয়। এ সময় তিন চালককে আটক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
রোববার (৭ মে) রাত ৮টার সময় উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
অভিযান শেষে তিনি বলেন, গত কয়েকদিন থেকে আমাদের কাছে খবর ছিলো পুইছড়িতে রাতের বেলায় নির্বিচারে ফসলি জমির মাটি কাটা ও বিক্রি চলছে।আমাদের কাছে আরো তথ্য ছিল দুষ্কৃতিকারীরা আমাদের গতিবিধি লক্ষ্য রাখার জন্য উপজেলায় লোক নিয়োগ দিয়েছে। এমতাবস্থায় বাধ্য হয়ে আজ রাতে সিএনজি যোগে পুইছড়িতে অভিযান পরিচালনা করি। এ সময় মাটি কাটায় ও পরিবহনে ব্যবহৃত ৪টি ডাম্পার ট্রাক ও ৩টি স্ক্যাভেটর জব্দ করা হয়। স্ক্যাভেটরের এক চালক ও ডাম্পারের দু’জন চালককে আটক করা হলেও বয়স বিবেচনায় তাদেরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় আটককৃত ২টি ডাম্পার ও ১টি স্ক্যাভেটর উপজেলা প্রশাসনের জিম্মায় নেওয়া হয়। অপর ২টি ডাম্পার ট্রাক ও ২টি স্ক্যাভেটর পুইছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য মো. শওকত ওসমানের জিম্মায় দেওয়া হয়।
জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা।