সুনামগঞ্জের ধর্মপাশায় কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাস্থ্য সেবা প্রদান, রেফারেল ও সংযোগ জোরদার করার লক্ষে সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশনের ধর্মপাশা এপির মা ও শিশু স্বাস্থ্য সেবা উন্নয়ন প্রকল্প এ সভার আয়োজন করে। এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোশতানশির বিল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেওয়ার পাশাপাশি প্রকল্প সম্পর্কে উপস্থাপন করেন সংস্থার ওয়ার্ল্ড ভিশনের ধর্মপাশা এপির ব্যবস্থাপক সাগর জন কস্তা। সংস্থার ধর্মপাশা এপির কর্মসূচি কর্মকর্তা শান্তি দেবনাথের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিফাত তারেক সিদ্দিকী, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, ইউপি সদস্য মো. শাহিনুর, এমরান মিয়া। এ সময় অন্যান্যের মাঝে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. রাজেশ সিং মিঠুন, চিকিৎসা কর্মকর্তা ডা. মিজানুর রহমান রনি, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা গিয়াস উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীর, সাংবাদিক এনামুল হক এনি, শহিদুল ইসলাম শাহিন, সেলিম আহমেদ, বেসরকারি সংস্থার কর্মকর্তাসহ ৮ জন সিএইচসিপি, ২ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক, ১ জন স্বাস্থ্য পরিদর্শক, ১ জন এমটিইআই উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর ....