রাসিক নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ১১ টার দিকে রাজশাহী নির্বাচন আঞ্চলিক কার্যালয় থেকে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধিদল মনোনয়ন ফরম উত্তোলন করেন।
এসময় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বেগম আখতার জাহান, সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিন্নাতুন নেসা তালুকদার, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ শাহাদত হোসেন, শফিকুর রহামান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল মেয়র লিটনকে ১৪ দলের সমর্থিত প্রার্থী হিসেবে উল্লেখ করে নির্বাচনে জয়ী হওয়ার আশা প্রকাশ করেন।