চুয়াডাঙ্গার সুযোগ্য পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায়, দামুড়হুদা সার্কেলের সিনিয়র এএসপি জাকিয়া সুলতানার তত্ত্বাবধানে এবং মোহাম্মদ আবদুল আলীম অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা চুয়াডাঙ্গার নেতৃত্বে, এসআই(নিঃ)মোঃ আতিকুর রহমান, এএসআই(নিঃ) বিজন কুমার ভট্টাচার্য, এএসআই(নিঃ) মোঃ আবেদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে ০৬.০৫.২০২৩ খ্রিঃ সকাল ১১টা৩০ মিনিটের সময় দর্শনা থানাধীন হুলিয়ামারী গ্রামস্থ জনৈক হান্নান মন্ডলের বসতবাড়ীর সামনে দর্শনা-সরোজগঞ্জগামী পাকা রাস্তার উপর চেকপোস্ট করাকালে দ্রুত গতিতে ছুটে আসা সন্দেহজনক মোটরসাইকেল চালক ও আরোহীকে থামার সংকেত দিলে কৌশলে পালানোর সময় গ্রেফতারকৃত আসামী ১) মোঃ সরোয়ার উদ্দীন(২৮), পিতা- মোঃ নাসির উদ্দীন, সাং-রামনগর (মাঝপাড়া), ২) মোঃ ওমর ফারুক(৩২), পিতা-মৃত আব্দুল বারী, সাং-সুলতানপুর(মাঝপাড়া), উভয় থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গাকে জিজ্ঞাসাবাদ করলে তাদের বহনকৃত মোটরসাইকেলের ট্যাংকির ভিতর বিশেষ কায়দায় রুপার গহনা রক্ষিত আছে বলে স্বীকার করে।তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে জাকিয়া সুলতানা, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), চুয়াডাঙ্গার উপস্থিতিতে সাক্ষীদের সম্মুখে আসামীদ্বয় তাদের ব্যবহৃত HERO GLAMOUR মোটরসাইকেলের তেলের ট্যাংকিতে বিশেষ কায়দায় রক্ষিত নুপুর, নুপুরের লক, বাচ্চাদের হাতের বালা, হাতের ব্রেসলেট, পায়েল, আংটিসহ সর্বমোট ১০ কেজি ৯৬৫ গ্রাম বিভিন্ন ধরণের রুপার গহনা, যার মূল্য অনুমান-১২,২২,০০০/- (বার লক্ষ বাইশ হাজার টাকা মাত্র) বের করে দেয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন