ভালো বীজে ভালো ফসল এই স্লোগানকে বাস্তবে পরিণত করতে নিরলস ভাবে কাজ করে
চলেছে মেহেরপুরের বারাদী বীজ উৎপাদন খামারের উপ-পরিচালক কৃষিবিদ কে এম মনিরুজ্জামান। তিনি যোগদানের পর থেকে বদলেগেছে বিএডিসি বারাদী বীজ উৎপাদন খামারের দৃশ্যপট। সারা দেশের মধ্যে ভালোমানের বীজ উৎপাদনে সফলতার পথে হাটতে শুরু করেছে এই প্রতিষ্ঠানটি। আর এই
সফলতার পথে এগিয়ে যাওয়ার মূল নায়ক একজন প্রকৃত দেশপ্রেমিক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশের সৈনিক, দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্শীবাদপুষ্ট,
– বিএডিসি বারাদী খামারের উপ-পরিচালক কৃষিবিদ কে এম মনিরুজ্জামান।
চলতি মৌসুমের বীজ উৎপাদন নিয়ে তার সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, কৃষি বান্ধব গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্যতম নির্ভর যোগ্য বীজ উৎপাদনের প্রতিষ্ঠান বিএডিসি কৃষিতে স্বয়ং সম্পূর্ণতা অর্জনে বর্তমানে বীজ,সার,সেচ ইত্যাদি নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় বিএডিসি বারাদী বীজ উৎপাদন খামার নিজ এলাকাসহ সারা দেশের ভালো বীজের চাহিদা পূরণে কাজ করে আসছে। বর্তমানে অত্র খামারে ১১৯ একর বিভিন্ন জাতের ইনব্রিড বোরো বীজ ফসল এবং ৯৯ একর হাইব্রিড ধান বীজ ফসল আবাদ করা হয়েছে। সকল ফসলের বর্তমান অবস্থা খুবই ভালো। তিনি আরো বলেন আবহাওয়া অনুকূলে থাকলে কোন প্রাকৃতিক বিপর্যয় না আসলে শতভাগ লক্ষমাত্রা পূরণ হবে বলে আশা করা যায়। কিন্তু হাইব্রিড বীজ ফসলের পরাগায়নকালীন সময়ে অত্র এলাকায় ৪২ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজকরে এবং ব্যাপক খরা পরিলক্ষিত হয়।যা হাইব্রিড বীজ ফসল পরাগায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। যা রোধে আমরা অতিরিক্ত আরো ৫-৬ টা স্যালো বসিয়ে সেচ ব্যবস্থা অব্যহত রেখেছি। বর্তমানে ১১৫ একর আউশ ধানবীজ ফসল রোপণ কাজ শুরু হয়েছে খামারের ১৫০ একর জমিতে উর্বরতা বৃদ্ধির লক্ষ্যে সবুজ সারের জন্য ধেন্ঞা বীজ বপন করা হয়েছে। আবহাওয়া যদি অনুকূলে থাকে
তবে ভালো বীজ উৎপাদনে আমরা শতভাগ লক্ষমাত্রা
পূরণে সফল হব।