চাঁপাইনবাবগঞ্জে গোয়েন্দা (ডিবি) পুলিশের সাঁড়াশি অভিযানে একাধিক মামলার আসামীসহ ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
শুক্রবার (২৮ এপ্রিল) রাতে জেলা পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব বিপিএম-পিপিএম (বার) দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের চৌকস অফিসার এসআই আসগর আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু টোলঘরে চেকপোস্ট বসিয়ে সাঁড়াশি অভিযান চলাকালে একাধিক মামলার আসামী ও সন্ত্রাসী আশিকসহ ৩ জনকে গ্রেপ্তার ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর মুন্সিপাড়ার কায়েশ আলীর ছেলে একাধিক মামলার আসামী ও শীর্ষ সন্ত্রাসী আশিক (২৩), আলীনগর হাজীর মোড় এলাকার মৃত ইয়ার আলীর ছেলে আকবর (২৪) এবং আলিনগর ভুতপুকুর এলাকার মৃত কেতাব উদ্দিন কেতু ছেলে ইসমাইল (২৪)।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।