নাটোর লালপুর উপজেলার বিলমাড়ীয়া থেকে ১২২ রাউন্ড গুলি সহ ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এসময় রেজিষ্ট্রিবিহীন একটি আরটিআর আ্যপাচি মোটর সাইকেল জব্দ করা হয়।
পুলিশ জানায়, সোমবার রাত আনুমানিক পোণে তিনটার দিকে উপজেলার বিলমাড়িয়া স্টেডিয়াম এলাকায় পুলিশের টহল দেখে একটি ব্যাগ ও মোটর সাইকেলের ফেলে তিন আরোহী পালিয়ে যায়। পরে ব্যাগের ভিতর থেকে ২টি একনালা বন্দুক, একটি পয়েন্ট ২২ বোর রাইফেল, একটি শর্টগান এবং পয়েন্ট ২২ বোর রাইফেলের ৯৭ রাউন্ড গুলি ও শর্টগানের ২৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
মঙ্গলবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার সাইফুর রহমান জানান, পালিয়ে যাওয়া তিন জনকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। ফেলে যাওয়া লাল রংয়ের এই আরটিআর আ্যাপাচি মোটর সাইকেলটি কদিন আগে কেনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এব্যপারে লালপুর থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে।