রাজশাহী জেলার দুর্গাপুর থানার ৩নং পানানগর ইউনিয়ন পরিষদের আওতাধীন রোড কালীবাড়ি মন্দির সংলগ্ন দুর্গাপুরে এভাবেই চলছে পুকুর খনন। একদিকে যেমন চলছে পুকুর খনন আর অন্যদিকে চলছে ফসলি জমি নষ্ট এবং টাক্টার বা কাকড়া গাড়িতে করে চলছে মাটির বিক্রয়ের মহা উৎসব। এসব মাটি নিয়ে যাচ্ছে ইটভাটা এবং বিভিন্ন এলাকার অলিতে গলিতে এতে করে নষ্ট হচ্ছে সরকারের শতশত কোটি কোটি টাকা বেয়ে নির্মিত পাকা সড়ক গুলো। পাকা সড়ক গুলো দেখে বোঝার উপায় নেই যে এটি পাকা না কাঁচা ! একটু বৃষ্টিতেই প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা এবং কাকড়া বা টাক্টার গাড়িতে করে যে মাটি নিয়ে যাচ্ছে বিভিন্ন স্থানে কাকড়া গাড়ি থেকে মাটিপড়ে মাটি গুলো রাস্তায় শুকিয়ে গিয়ে তৈরি হচ্ছে ধুলাবালি এতে করে স্থানীয় এবং রাস্তার পাশে স্থায়ী বাসিন্দা ও স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যে বেড়েছে শ্বাসকষ্ট মত জটিল কঠিন রোগ। এলাকাবাসী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গিয়েছে স্থানীয় লোকজন পুকুর খনন ও কাঁকড়া গাড়ি বন্ধের জন্য বাধা দেয়। কিন্তু পুকুর মালিক ও কাকড়া মালিক প্রভাবশালী হওয়ায় স্থানীয়দের বাধা উপেক্ষা করে আবারো তারা কাজ শুরু করে। পুরাতন পুকুর সংস্কারের নামে চলছে নতুন পুকুর খনন ও মাটি বিক্রি।এই নিয়ে সচেতন মহল এবং স্থানীয় জনগণ প্রশাসনের সাহায্য ও সহযোগিতা কামনা করছেন।
এ জাতীয় আরো খবর ....