শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে একই দিনে নিয়মিত মামলা ও পরোয়ানা ভূক্ত মামলার ১৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৫ এপ্রিল) দিন ও রাতে বিশেষ এ অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার।
গ্রেফতারকৃত আসামিরা হলেন শ্রীমঙ্গল উপজেলার লামুয়া গ্রামের সালাম মিয়া, কালাম মিয়া, আলিসারকুল গ্রামের আলকাছ মিয়া, মো. বুলবুল আহমদ, মো. ফেরদৌস আহমেদ, ভোজপুর গ্রামের দেলোয়ার মিয়া, কেবল মিয়া, জাহানারা বেগম জিলাদপুর গ্রামের আলিম উদ্দিন, জয় বানু, ফুল মিয়া, গোল বানু ও খেজুরি ছড়া চা বাগানের যতন দাস।
আসামীদের গ্রেফতারে এই অভিযানে অংশ নেন শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম, এসআই রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, তীথংকর দাস, সিরাজুল ইসলাম, আলাউদ্দিন, জাকির হোসেন, রাকিবুল হাসান, সজীব চৌধুরী, আনোয়ারুল ইসলাম পাঠান, এএসআই জামাল মিয়া ও থানার অন্যান্য ফোর্স।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, শ্রীমঙ্গল থানায় দায়েরকৃত বিভিন্ন মামলার পলাতক ১৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, গ্রেফতারকৃত সকল আসামিদের বিধি মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ জাতীয় আরো খবর ....