২৩/০১/২০২২ ইং তারিখের নিউজটি সার্ভার জটিলতার কারনে পুনরায় প্রকাশিত হলো:
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ১৪নং মুরাদপুর ইউনিয়নের গানপুর গ্রামে পাওনাদারদের জ্বালায় অতিষ্ট হয়ে বাড়ীঘর ছেড়ে পালিয়েছে এক অসহায় পরিবার। ৩ লক্ষ টাকা ঋনের স্থলে সুদে আসলে দাড়িয়েছে প্রায় ২৫ লক্ষ টাকা। এদিকে অসুস্থ সন্তানের চিকিৎসা করতে না পেরে পিতা পড়েছেন বিপাকে। স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের আব্দুল মাফিকের পুত্র তফুর উদ্দিন (৫০) পেশায় টমটম চালক। টমটম চালিয়ে তিনি পরিবার পরিজন নিয়ে জীবন যাপন করে আসছেন। দু’বেলা দু’মুটো ভাত জোগাড় করতেই তিনি হতাশাগ্রস্থ হয়ে পড়েন। জানা যায়, তফুর উদ্দিন একই এলাকার মরম আলীর পুত্র মোজাম্মিল হক ও ফিরোজ উল্লাহ র পুত্র নজির মিয়ার কাছ থেকে ২০০৬ ইং সনে ১ লক্ষ টাকা ও ২০০৮ ইং সনে একই ব্যক্তিদ্বয়ের কাছ থেকে ২ লক্ষ টাকা সুদে নেন। টাকা নেয়ার পর দীর্ঘদিন চলে গেলেও তিনি ফেরত দিতে পারেননি। এতে আসল ও সুদে মিলে প্রায় ২৫ লক্ষ টাকা দাড়িয়েছে। ওই টাকার জন্য নজির মিয়া ও মোজাম্মেল হক, তফুর উদ্দিনকে বিভিন্নভাবে চাপ ও হুমকি ধামকি দিয়ে আসছেন। কিন্তু তফুর উদ্দিন পাওনা টাকা ফেরত দিতে পারছিলেন না। তাদের ক্রমাগত হুমকি ধামকির ফলে তিনি রাতের আধারে পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে যান। এরই মধ্যে তফুর উদ্দিনের পুত্র রিয়াজ উদ্দিন কিডনী রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে পড়ে। বর্তমান তফুর উদ্দিন ছেলের চিকিৎসার টাকা জোগাড় করতে পারছেন না। সময়মত চিকিৎসা না পেয়ে দিন দিন রিয়াজ উদ্দিন গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ধাবিত হচ্ছে। এদিকে ঋণের দায়ে নিজ বাড়ীতে ফিরতে পারছেন না তফুর উদ্দিন। সে তার পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবন যাপন করছে।