চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার, আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে দর্শনা থানার এসআই (নিঃ) তাইফু্জ্জামান, এসআই (নিঃ) স্বপন কুমার সরকার, এসআই (নিঃ) শামিম রেজা, সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন সুলতানপুর উত্তরপাড়া গ্রামস্থ জনৈক মোঃ রবি (৪০), পিতা-মৃতঃ মুজাল সদ্দার এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ০৫.০৪.২০২৩ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ১২ টা ৩০ মিনিটের সময় আসামীর হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ৬০ (ষাট) বোতল ফেন্সিডিলসহ ধৃত আসামী ১। মোঃ আনোয়ার হোসেন (৪৯), পিতা-মৃতঃ আনছার আলী,সাং-সুলতানপুর(উত্তরপাড়া),থানা-দর্শনা,জেলা-চুয়াডাঙ্গাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।