গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাঁশখালী থানা পুলিশ তিনহাজার চারশ পিস ইয়াবাসহ চার মাদকপাচারকারী কে গ্রেপ্তার করেছে।
রোববার (২ এপ্রিল) বিকেলে এসআই মং থোয়াই হ্লা চাকমার নেতৃত্বে চৌকি তল্লাশী চালিয়ে বাঁশখালী-পেকুয়া আঞ্চলিক সড়কের পুইছড়ি ইউপিস্থ দক্ষিন পুইছড়ি ফুটখালী ব্রীজের দক্ষিন পাশে পাকা রাস্তার উপর থেকে রোহিঙ্গা যুবকসহ চার মাদকপাচারকারীকে সাড়ে তিন হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন- কক্সবাজার জেলাধীন রোহিঙ্গা যুবক আবু বক্কর (১৯), মোঃ সোলতান (২৮), টেকনাফের আবুল ফয়েজ (৩২), মোঃ বেলাল (২১)।
বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন পিপিএম বলেন- মাদকপাচারকালে দুই রোহিঙ্গা যুবকসহ কক্সবাজার জেলার চারজনকে তিনহাজার চারশ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশের বিশেষ আভিযানিক টিম। আসামীদের বিরোদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে।
উল্লেখ্য, কক্সবাজার জেলাধিন মাদকপাচারকারীরা আনোয়ারা-বাঁশখালী-পেকুয়া আঞ্চলিক সড়ককে মাদক পাচারের নীরাপদ রুট হিসেবে ব্যবহার করে আসছে। প্রতিনিয়ত এ রুটে মাদকদ্রব্য ইয়াবা, অস্ত্রসহ পাচারকালে বাঁশখালী থানা পুলিশের হাতে ধরা পড়ছে।