নড়াইলের লোহাগড়ার গিলাতলা গ্রামের মৃত্যু তোফাজ্জেল হক হিট্টুর স্ত্রী বিউটি বেগম (৩৫) নামে এক বিধবা নারীকে অমানবিক নির্যাতন করার অভিযোগ উঠেছে দেবরদের বিরুদ্ধে। পরে জরুরী সেবা ৯৯৯-এ কল পেয়ে লোহাগড়া থানা পুলিশ তাদের উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে পাঠায়। শুক্রবার (৩১মার্চ) বিকালে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর সূত্রে জানা গেছে, উপজেলার গিলাতলা গ্রামের মৃত্যু তোফাজ্জেল হক হিট্টুর স্ত্রী বিউটি বেগম। স্বামীর মৃত্যুর পরেও ছোট দুই ছেলে নিয়ে শ্বশুর বাড়িতে বসবাস করে আসছিল । স্বামীর জমি চাষাবাদের পাশাপাশি সেলাইয়ের কাজ করে সন্তানদের পড়াশোনার খরচ জোগান ও জীবিকা নির্বাহ করেন। গত শুক্রবার বিকালে দীর্ঘদিন ধরে ভোগ দখল করা জমিতে চাষাবাদের জন্য যান বিউটি বেগম। এ সময় তার দেবর মিন্টু খান, মনির হোসেন খান সেন্টু, সাজ্জাদ হোসেন খান রিন্টু, পিনা খান লাঠি সোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে ভয়-ভীতি দেখিয়ে চাষাবাদ বন্ধ করতে বলে। বিউটি বেগম ও তার ছেলে সাইফ খান চাষাবাদ বন্ধ না করায় তাদেরকে পিটিয়ে আহত করে। এ অবস্থায় ৯৯৯ -এ কল দিলে লোহাগড়া থানা পুলিশ অসুস্থ বিউটি বেগম ও তার ছেলেকে বাড়ি থেকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করেন।
বিউটি বেগম আরো বলেন, আমার স্বামীর মৃত্যুর পর দেবররা বেশ কয়েক বার আমার ওপর অমানবিক নির্যাতন করেছে। সব জমি লিখে দিয়ে চলে যা, তা না হলে তোদের সবাইকে মরতে হবে। এরপর আমাদের কে লাঠি, হকিস্টিক দিয়ে বেধড়ক পেটায়।
লোহাগড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক খালিদ সাইফুল্লাহ বেলাল বলেন, বিউটি বেগমের শরীরের বিভিন্ন স্থানে জখমের রয়েছে। এ ব্যাপারে দেবর পিনা খান বলেন, ভাবিবর চলা ফেরা ভালো না। আমরা তাকে শাসন করেছি মাত্র ।
এব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন বলেন, জরুরী সেবা ৯৯৯ -এর কলের মাধ্যমে জানতে পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বিউটি বেগম ও তার ছেলেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ রিপোর্ট লেখা পর্ষন্ত থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।
এ জাতীয় আরো খবর ....