০২.০৪.২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক ১ টা ৩০ মিনিটের সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোঃ মুন্না বিশ্বাস চুয়াডাঙ্গা জেলা থেকে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর সার্কেলে বদলি হওয়ায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
বদলিজনিত বিদায় উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত অভিভাবক আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে ফুলের শুভেচ্ছা, ক্রেস্ট ও স্মৃতি স্মারক প্রদান করেন।
উক্ত আয়োজনে আরোও উপস্থিত ছিলেন মোঃ আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ আলমগীর কবীর, ডিআইও-১, শেখ সফিকুর রহমান, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, অফিসার ইনচার্জ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।