অফিসার ইনচার্জ দামুড়হুদা মডেল থানা মোঃ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে এসআই (নিঃ) শেখর চন্দ্র মল্লিক সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ৩১.০৩.২০২৩ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ১০ টার সময় দামুড়হুদা মডেল থানাধীন দামুড়হুদা ইউনিয়নের চিৎলা নতুনপাড়া গ্রামস্থ জনৈক হীরা ঘটক এর চায়ের দোকানে অভিযান পরিচালনাকালে ধৃত আসামী ১। মোহাম্মদ ওয়ালীউল্লাহ শেখ (৪০), পিতা মোঃ নওশের আলী, ২। মোঃ কামাল হোসেন (৪০), পিতা মৃত বিশারদ মোল্লা, ৩। মোহাম্মদ আকমান আলী (৪৫), পিং-মৃতঃ সজ্জন মল্লিক, ৪। মোঃ আবু তালেব (৪৫), পিতা মোঃ আজিজুল সরদার, সর্বসাং-চিৎলা নতুন পাড়া, ৫। মোঃ ইসমাইল হোসেন (৩৫),পিতা মোঃ আব্দুল লতিফ, সাং-পাড় দামুড়হুদা, ৬। মো: আশাদুল হক (৫০), পিং-মোঃ আব্দুর রহমান, সাং-দেউলি, সর্ব থানা- দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গাদের নিকট হতে ১,৩৯০/- (এক হাজার তিনশত নব্বই) টাকা, ০১ (এক) জোড়া তাস ও ০১ (এক) টি জুয়ার বোর্ড হিসাবে ব্যবহৃত চাটাইসহ হাতে নাতে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।