গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাঁশখালী থানা পুলিশের একটি টিম আব্দুল গফুর (৪০) নামে একজনকে দেশীয় তৈরি একটি অস্ত্রসহ গ্রেপ্তার করেছে।
শুক্রবার (৩১ মার্চ) রাত সাড়ে ১০টার সময় উপজেলার শীলকূপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোয়াজ্জেম পাড়ায় আসামীর বসত ঘরের শয়ন কক্ষে তল্লাশী চালিয়ে একটি দেশীয় তৈরী এলজি (কাঠের বাটসহ ১২ ইঞ্চি লম্বা) ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধারপূর্বক তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী ওই এলাকার শের আলীর পুত্র।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দীন পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অস্ত্রসহ আব্দুল গফুর নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরোদ্ধে বাঁশখালী থানা সহ বিভিন্ন থানায় একাধিক অস্ত্র মামলা রয়েছে। অস্ত্র আইনে মামলা রুজু করে আসামীকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।