রাজশাহীতে মোহাম্মদ শহিদুল্লাহ নামের এক এসআই মারধর করে মাদক ব্যবসায়ীরা। আহত হয়ে তিনি রামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বুধবার (২৯ মার্চ) রাত ৮টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রফিকুল আলম জানান, শহিদুল্লাহ কোর্ট এলাকা থেকে ফেরার পথে নগরীর ডিঙ্গাডোবা এলাকায় দেখতে পান কয়েকজন মিলে একজনকে মারধর করছে। এটা দেখে তিনি এগিয়ে থামানোর চেষ্টা করেন।
তিনি নিজেকে পুলিশ পরিচয়ও দেন। এসময় মারধরকারী এসআই শহিদুল্লাহর ওপর চড়াও হয়ে একজন এলোপাতাড়ি মারধর করতে থাকেন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনার পরই বুধবার রাতে রাজপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। আটককৃতরা হলেন, নগরীর দামকুড়া এলাকার মোখলসুর রহমানের ছেলে ইমরান হোসেন ও হজর মোড় এলাকার আব্দুল লতিফের ছেলে মো. লাদেন।