মঙ্গলবার (২৮ মার্চ) মৌলভীবাজার মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে কালা মিয়া ওরফে কালাই নামে ২ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে মৌলভীবাজার মডেল থানার এএসআই সুখলাল দাশ সঙ্গীয় অফিসার ফোর্সসহ মৌলভীবাজার সদর থানাধীন কাগাবালা এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত কালা মিয়ার বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানার ২০২০ সালের একটি মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ০২ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।
গ্রেফতারকৃত আসামি কালা মিয়া ওরফে কালাই মৌলভীবাজার সদর উপজেলার কাগাবালা গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে।
বুধবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।