গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার হতে চট্টগ্রাম মহানগরে ইয়াবা বহন করে নিয়ে যাওয়ার খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশের একটি বিশেষ টিম চৌকি তল্লাশী বসিয়ে ১০ হাজার পিস ইয়াবা সহ হাতেনাতে তিন মাদককারবারীকে গ্রেপ্তার করেছে।
বুধবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টার সময় পুঁইছড়ি ইউপিস্থ প্রেম বাজারের দক্ষিণে ফুটখালী ব্রিজের পাকা রাস্তার উপর চেক পোষ্ট স্থাপন করেন এ অভিযান পরিচালিত হয়। এ সময় সিএনজি তল্লাশী করে এক নারী ও দুই পুরুষ মাদককারবারীকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সেলিনা আক্তার (২৭), আব্দুল হামিদ প্রকাশ আব্দুল (৪০) এবং অপরজন মাদারীপুর জেলার মাদারীপুর থানাধীন সমরাজ মোল্লা (৫২)।
বাঁশখালী থানার পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, গোপন সংবাদে খবর পেয়ে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে সিএনজি থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ ৩জনকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২০১৮ সালের ৩৬(১) এর ১০(গ) ধারায় মামলা পূর্ব আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।