কক্সবাজারের রামুতে পবিত্র রমজান উপলক্ষ্যে এতিমদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা সোশ্যাল এইড, বাংলাদেশ এর উদ্যোগে রামু উপজেলার বিভিন্ন ইউনিয়নের দূর্গম ও দরিদ্র জনসাধারণ অধ্যূষিত এলাকার এতিম পরিবারের শিক্ষার্থীদের এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার, ২৮ মার্চ সকালে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- রামু উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আফসানা জেসমিন পপি। সোশ্যাল এইড, বাংলাদেশ এর চেয়ারম্যান প্রসুন কান্তি বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন, রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল হোসাইন ও রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান।
অনুষ্ঠানে সুশাসনের জন্য নাগরিক-সুজন রামু উপজেলা শাখার সভাপতি মাস্টার মোহাম্মদ আলম, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আহমদ, সোশ্যাল এইড, বাংলাদেশ এর দাতা সংস্থার প্রতিনিধি মি. ভার্জিন, সোশ্যাল এইড বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মো. নুরুল আজিম, নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার বাবুল আকতার, কক্সবাজার প্রোগাম ম্যানেজার এম নাসির উদ্দিন, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন রামু শাখার সাধারণ সম্পাদক মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, ফতেখাঁরকুল ইউপি সদস্য বিপুল বড়–য়া আব্বু, রামু উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের সাধারণ সম্পাদক শিপন বড়–য়া প্রমূখ উপস্থিত ছিলেন।
সোশ্যাল এইড, বাংলাদেশ এর চেয়ারম্যান প্রসুন কান্তি বড়–য়া জানান- পবিত্র রমজান উপলক্ষ্যে রামু উপজেলার দূর্গম ও দরিদ্র জনসাধারণ অধ্যূষিত এলাকার এতিম পরিবারের শিক্ষার্থীদের ৭০ পরিবারকে এসব চাল, ইফতার সামগ্রী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও এ সংস্থার উদ্যোগ বিভিন্ন শিক্ষা ও মানবিক সেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।