মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে আন্ত:বিভাগীয় ডাকাত সর্দার ইয়াসিন আলী ওরফে কালা বাবুলকে গ্রেফতার করা হয়েছে।
থানা পুলিশ জানায়, গতকাল (২৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১ ঘটিকার সময় কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাছাড়সহ কমলগঞ্জ থানার একটি টিম কমলগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ গ্রামে তার বসতবাড়িতে অভিযান চালিয়ে ইয়াসিন ওরফে কালা বাবুলকে গ্রেফতার করতে সক্ষম হন ।
গ্রেফতারকৃত ইয়াসিন আলী ওরফে কালা বাবুল কমলগঞ্জ উপজেলার ৫নং কমলগঞ্জ ইউনিয়নের চৈতন্যগঞ্জ গ্রামের মৃত মর্তুজ আলীর ছেলে।
গ্রেফতারকৃত কালা বাবুল আন্তঃবিভাগীয় ডাকাত দলের সক্রিয় সদস্য এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।
তার বিরুদ্ধে হবিগঞ্জ, সিলেট জেলার বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র আইনে ১১টি মামলা রয়েছে। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত কালা বাবুলকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ জাতীয় আরো খবর ....