রাজশাহী জেলার চারঘাট উপজেলায় মায়েশা আক্তার নামে এক স্কুল ছাত্রী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। স্থানীয়রা জানান, মায়েশা এবার এসএসসি পরীক্ষার্থী সে কোচিং করতে গিয়ে অনুপমপুর টু আড়ানী সড়কে এ দুর্ঘটনা ঘটে। বেপরোয়া ব্যাটারি চালিত অটোরিকশা তার প্রাণ কেড়ে নেয়। মঙ্গলবার বিকেলে চারঘাট অনুপমপুর টু আড়ানী সড়কে এ মর্মম দুর্ঘটনার স্বীকার হয়।
সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন, পৌর মেয়র একরামুল হক।
মঙ্গলবার বিকেলে উপজেলার মুংলী কারিগরপাড়া গ্রামের মিঠুনের মেয়ে মুংলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মায়েশা আক্তার নিজ বাড়ি থেকে মুংলী বাজারে কোচিং করতে যাচ্ছিল।
এমন সময় দ্রুত গতিতে আসা ব্যাটারি চালিত একটি বেপরোয়া অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে আহত হয়। পরে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সংবাদ ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থল গিয়ে অটোটি জব্দ করেন। তবে ঘাতক অটো চালক পালিয়ে যান।
এ বিষয়টি নিশ্চিত করে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, এমন দুর্ঘটনা খুবই মর্মাহত। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।