মহান স্বাধীনতা দিবসে সুর্যোদয়ের সাথে সাথে স্থানীয় কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
রোববার (২৬ মার্চ) সুর্যোদয়ের সাথে সাথে স্থানীয় কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ।
শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা প্রশাসন, জেলা পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠান, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতি,মৌলভীবাজার প্রেসক্লাব, মৌলভীবাজার ইমজা, জেলা যুবলীগ, জেলা জাসদ,ইউকে বিডি টিভি,বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখা, শিক্ষক, জনপ্রতিনিধি, স্কাউট, রেড ক্রিসেন্ট-সহ বিভিন্ন সংগঠন, ব্যক্তি ও প্রতিষ্ঠান। সকাল ৮টায় ষ্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১১ টায় শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনাসভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। বিকেলে প্রীতি ফুটবল ও ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।