২৬.০৩.২০২৩ খ্রিঃ তারিখ সকাল আনুমানিক ১০ টা ৩০ মিনিটের সময় ডিসি সাহিত্য মঞ্চে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন), মাননীয় সংসদ সদস্য, চুয়াডাঙ্গা-০১ , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত অভিভাবক আবদুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা, জাহাঙ্গীর আলম মালিক খোকন, মেয়র, চুয়াডাঙ্গা পৌরসভাসহ ১৯৭১-এর রণাঙ্গনের জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ, স্থানীয় সুশীল সমাজের নাগরিকবৃন্দ এবং ইলেকট্রনিকস্ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আমিনুল ইসলাম খান, সম্মানিত জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা।