দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে
২৬ শে মার্চ সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। সকাল সাতটায় দামুড়হুদা উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহীদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানেরপ্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন, নাটুদহ আটকবরে শহিদ
বেদিতে পুস্পমাল্য অর্পণ করেন, জাতিয় সংগীতের সাথে জাতীয় পতাকা উতল্ন করেন, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, দামুড়হুদা মডেল থানা, দর্শনা থানা থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বাংলাদেশ আওয়ামী লীগ, দামুড়হুদা উপজেলা প্রেসক্লাব দামুড়হদা আব্দুল ওদুদসা ডিগ্রী কলেজ, দামুড়হুদা সরকারী হাই স্কুল, ও মাধ্যমিক বিদ্যালয় ও রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন পুস্পমাল্য অর্পণ করেছে।পরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস অনুষ্ঠানের উদ্বোধন করেছেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু।