আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও আলমডাঙ্গা উপজেলা আওয়ামিলীগ এর উদ্যোগে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
২৬ মার্চ সুর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিনের কর্মসুচি শুরু হয়েছে।পৌর সভার উদ্যোগে সড়কে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে জাতীয় ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন করা হয়।পরে ফাতেহা পাঠ ও দোয়া পরিচালনা করা হয়েছে।দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাসুদ কামাল।সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্তরে জাতীয় সঙ্গিতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন।উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর,থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম।কুজকাওয়াজে অংশ নিয়েছে,পুলিশ,আনছার ও ভিডিপি,ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স, বিএনসিসি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী বৃন্দ।সকাল ৯টায় স্কুল,কলেজ,মাদ্রাসার ছাত্র,ছাত্রীদের অংশ গ্রহনে ডিসপ্লে অনুষ্টিত।এর পর ডিসপ্লেতে বিজয়িদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে। সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা মঞ্চে বীর মুক্তিযোদ্ধা,শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্টিত হয়।সংবর্ধনা সভায় সভায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পৌর মেয়র হাসান কাদির গনু,উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ খন্দকার সালমুন আহমেদ ডন,মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু,উপজেলা সহকারি কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ,ওসি সাইফুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা ডাঃ শাহাবুদ্দিন,বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আব্দুর রশিদ মোল্লা,বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান জোয়ার্দার,বীর মুক্তিযোদ্ধা সাবেক পৌর মেয়র এম সবেদ আলী,বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস,বীর মুক্তিযোদ্ধা মইনদ্দিন পারভেজ।কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হোসেন শহীদ সোহরোয়ার্দি।উপজেলা প্রকৌশলী আরিফুদ্দৌলা, প্রেসক্লাবের সাধারন সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফি,কৃষি সম্প্রসার কর্মকর্তা সোহেল রানা,উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা,মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত,বিআরডিবি কর্মকর্তা শায়লা সারমিন,মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলিল হক,স্টেশন অফিসার মিজানুর রহমান,প্রকল্প কর্মকর্তা এনামুল হক,সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হক,সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোনায়েম হোসেন,সরকারি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন,প্রধান শিক্ষক মনিরুজ্জামান প্রমুখ।অন্যদিকে উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসুচি পালিত হয়।সকাল ৭ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়,পরে র্য্যালী সহকারে উপজেলা চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।এখান থেকে শহীদ মাজারে পুষ্পমাল্য অর্পন করেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছা,সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার,সহ-সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা,সিরাজুল ইসলাম,আব্দুল মালেক,,জেলা বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম,পৌর সভাপতি দেলোয়ার হোসেন,সম্পাদক মতিয়ার রহমান ফারুক,যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু,পরিমল কুমার,জাহাঙ্গির হোসেন,আমিনুল হক মোল্লা,কামাল হোসেন,জহুরুল ইসলাম স্বপন,আব্দুল গাফ্ফার,আলাল উদ্দিন,সহ বিভিন্ন ওয়াডের সভাপতি সম্পাদক গন।আলমডাঙ্গা সরকারি কলেজ,সরকারি স্কুল,মাধ্যমিক বালিকা বিদ্যালয়,এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়,মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,এরশাদপুর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,জেএন সরকারি প্রাথমিক, আদর্শ সরকারি ও বন্ডবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় নিজ নিজ প্রতিষ্টানের উদ্যোগে কর্মসুচি পালন করেছে। সকাল ৭ ঘটিকায় স্ব-স্ব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং আলমডাঙ্গা শহীদ মাজারে, পুষ্পস্তবক অর্পণ করবেন।
জাতীয়,দলীয় ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ। আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।এ ছাড়াও স্বয়ম্ভর লাইব্রেরিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে বিশেষ পাঠচক্র ও আলোচনা অনুষ্ঠিত গতকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে আলমডাঙ্গা স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরিতে সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ ‘নিষিদ্ধ লোবান’ বই নিয়ে বিশেষ পাঠচক্র ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত আলোচনা অনুষ্ঠানে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় ৭১ এর মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধাদের প্রতি। যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। একইসাথে ‘নিষিদ্ধ লোবান’ বইটি নিয়ে পাঠচক্র ও আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত পাঠচক্র ও আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্বয়ম্ভর লাইব্রেরির সদস্য তাসনিম ফাতেমা রজনী, যারীন হোসেন, তামান্না ইসলাম, ফিরোজ হাসান, অভ্র আবির, বাবুল আক্তার, আব্দুল্লাহ আল নোমান ও আব্দুর রহমান। উক্ত পাঠচক্র ও আলোচনা অনুষ্ঠানে উপস্থিত সবাইকে স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরি’র পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।