চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় জীবননগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেকের নেতৃত্বে জীবননগর থানায় কর্মরত এসআই (নিঃ) এসএম রায়হান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর পৌরসভাধীন আশতলাপাড়াস্থ মেসার্স হাজী নাজির আহম্মেদ ট্রেডার্স প্রোঃ আবুল কাশেমের রড সিমেন্টের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ধৃত আসামী ১। মোছাঃ মঞ্জুরা আক্তার জলি (২৭), পিতা-মোঃ মুনজিল তরফদার, স্বামী-মোঃ মহিদুল ইসলাম, সাং-কুশালপুর, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহকে ২৫.০৩.২০২৩ খ্রিঃ তারিখ সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটের সময় ৪৮ (আটচল্লিশ) বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।