সি এন এন বাংলা টিভি ও দৈনিক দেশ সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলনে বর্ষসেরা প্রতিবেদক হিসেবে নির্বাচিত হয়েছেন, সি এন এন বাংলা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার ও উপজেলা প্রেস ক্লাব শ্রীনগরের যুগ্ন সাধারণ সম্পাদক, মেহেদী সুমন।
রবিবার (১৯মার্চ) সন্ধা ৭ টায় রাজউক মিলনায়তনে জনপ্রিয় চ্যানেল সি এন এন বাংলা টিভি ও বহুল প্রচারিত জাতীয় দৈনিক দেশ সংবাদ পত্রিকার প্রতিষ্ঠারবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রতিনিধি সম্মেলন- ২০২২ সালের বর্ষসেরা সাংবাদিকের পুরস্কার প্রদান করা হয়।
মেহেদী সুমনকে বর্ষসেরা প্রতিবেদক হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন আমন্ত্রিত অতিথিরা।
দেশের সকল জেলা ও উপজেলা প্রতিনিধিসহ সকল প্রতিনিধি উপস্হিত হয়ে তাদের নিজ নিজ অভিজ্ঞতার কথা তুলে ধরেন।সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি ,মুক্তিযুদ্ধ মন্ত্রী আ,ক,ম মোজাম্মেল হক(এমপি),সম্মানিত অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া(বীর বিক্রম)।বিশেষ অতিথি ও প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা খন্দকার গোলাম মাওলা নকশে বন্দী।বিশেষ অতিথি আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, ডাঃ খালেদ শওকত আলী,ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খন্দকার গোলাম কিবরিয়া জুবায়ের।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নারী উদ্যোক্তা,সাবিরা সুলতানা নীলা।বিআইএমএফএল এর ব্যবস্হাপনা পরিচালক, আবুল ফয়েজ মোঃ হাবিবুর। ডিএমপি যুগ্ম কমিশনার (ক্রাইম)বিপ্লব বিজয় তালুকদার। যুগ্ন কমিশনার বিপ্লব কুমার সরকার (অপারেশন) কে অতিথি করা হলেও প্রাকৃতিক দূর্যোগের ধরুন অনেকে উপস্থিত হতে পারেন নি।
। মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,সিএনএন বাংলা টিভির ব্যবস্হাপনা পরিচালক ও দৈনিক দেশ সংবাদের প্রকাশক ও সম্পাদক শাহীন আল মামুন।
সুধীজনদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়ের পর মনোজ্ঞ সংস্কতিক অনুষ্ঠান শেষে সকলকে পরিচয় পত্র প্রদান এবং উপস্থিত সাংবাদিকদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।