মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ হাফিজুর রহমান খোকন (২৭) ও মোঃ সাজু মিয়া (২৩) নামে দুজনকে আটক করা হয়েছে।
ডিবির এএসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে ডিবির একটি টিম বুধবার (২২ মার্চ) সন্ধ্যা ০৫টা ৫০ মিনিটের সময় শ্রীমঙ্গল উপজেলার শাহজাহানপুর বাজার এলাকা থেকে দুজনকে আটক করতে সক্ষম হন ।
বুধবার বিকেলে শ্রীমঙ্গলে হল ডিউটি করার সময় ডিবি গোপন সোর্সের মাধ্যমে জানতে পারে , আশিদ্রোন ইউনিয়নের পূর্ব শংকর-সেনা শাজাহানপুর বাজারে দুজন লোক ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে।
এ সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পালানোর চেষ্টাকালে হাফিজুর এবং সাজু নামে দুজনকে আটক করে।
আটককৃত হাফিজুরের দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে ৬০ পিস এবং সাজু মিয়ার দেহ তল্লাশি করে ৪৫ পিস, সর্বমোট ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতরা শ্রীমঙ্গল এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তারা উভয়ই শ্রীমঙ্গল উপজেলার হুগলিয়া (কটিয়ার কোনা) গ্রামের বাসিন্দা।
এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।