বুধবার (২২ মার্চ) কুলাউড়া উপজেলার কাদিপুর এলাকা থেকে ১১২ পিছ ইয়াবাসহ জুবেল মিয়া ওরফে ইয়াবা জুবেল (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার এসআই অপু কুমার দাশগুপ্ত সঙ্গীয় অফিসার ফোর্সসহ কুলাউড়া উপজেলার কাদিরপুর গ্রামে অভিযান চালিয়ে জুবেল মিয়ার বাড়ীতে থেকে আটক করেন।
আটককৃতের ঘর তল্লাশি করে তার কাছ থেকে ১১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত জুবেল মিয়া কুলাউড়া উপজেলার কাদিরপুর গ্রামের মৃত আমির আলির ছেলে। আটককৃত জুবেল মিয়া কুলাউড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং ‘ইয়াবা জুবেল’ নামে পরিচিত। তার বিরুদ্ধে কুলাউড়া থানায় আরও ৪টি মাদক মামলা রয়েছে।
এব্যাপারে আটককৃতের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদক দ্রব্যনিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।