দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)’র অর্থায়নে পানি নিস্কাশন প্রকল্পের আওতায় রিং পাইপ নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সরেজমিন দেখা গেছে, বরাদ্দ অনুসারে উন্নতমানের সামগ্রী ব্যবহার কথা থাকলেও চিত্র দেখা গেছে ভিন্ন। নিম্নমানের বালু, সিমেন্ট ও পুরনো ইটের খোয়া-রাবিস ব্যবহার করে পরিষদ চত্বরে রাখা হয়েছে প্রায় ৪০টির মত রিং পাইপ। প্রকল্প কমিটিতে রয়েছেন সভাপতি ৫নং ওয়ার্ড সদস্য মো. আনোয়ার হোসেন, সেক্রেটারী ৩,৭ ও ৯ ওয়ার্ড সদস্য আমিনা বেগম, সদস্য ২নং ওয়ার্ড সদস্য এক্কাবর আলী, ৮নং ওয়ার্ড সদস্য হাসিনুর হোসেন ও ৩নং ওয়ার্ড সদস্য রাসেল সরকার। অনিয়মের ব্যাপারে প্রকল্প সভাপতি আনোয়ার হোসেনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেনি। প্রকল্পের সেক্রেটারী আমিনা বেগম ও সদস্য হাসিনুর রহমান মুঠোফোনে জানান, রিং পাইপ তৈরির জন্য ২লক্ষ টাকা বরাদ্দ এসেছে। আমরা শুধু নাম মাত্র কমিটিতে আছি। কাজের বিষয়ে সব কিছু প্রকল্প সভাপতি জানেন।
এ ব্যাপারে শতগ্রাম ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘অনিয়মের খবর আপনার মাধ্যমেই জানলাম। বিষয়টি আমি খতিয়ে দেখবো। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, আনোয়ার মেম্বার দীর্ঘদিনের পুরাতন ইটের খোয়া-রাবিস সহ নিম্নমানের সামগ্রী ব্যবহার করে তড়িঘড়ি কাজ শেষ করেছেন। রিং পাইপে গুনগত মান বলতে কিছু নেই। প্রকল্প সভাপতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বরাদ্দ অনুযায়ী রিং পাইপ নির্মাণ জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।