চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব শেখ সফিকুর রহমানের নেতৃত্বে এসআই (নিঃ) হাদীউজ্জামান, এএসআই (নিঃ) মোঃ আবেদুর রহমান, এএসআই (নিঃ) শ্রী বিজন ভট্টাচার্য, সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযানে পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ২৩.০৩.২০২৩ খ্রিঃ তারিখ ভোর আনুমানিক ৪ টা ৪৫ মিনিটের সময় চুয়াডাঙ্গা সদর থানাধীন ডিঙ্গেদাহ হাটখোলা টু হানুর বাড়াদী গামী জনৈক মোঃ আবু তাহের, পিং-মৃতঃ আমদ আলী এর মালিকানাধীন বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে ধৃত আসামী ১। মোঃ সুন্নত আলী (৩৬), পিং-মোঃ আবুল কাশেম, সাং-হানুর বাড়াদী (কাজীপাড়া), থানা ও জেলা-চুয়াডাঙ্গার ডান হাতে থাকা বাজার করা প্লাস্টিকের ব্যাগের মধ্যে হতে ০২ (দুই) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ হাতে নাতে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।