রাজশাহী জেলার দুর্গাপুরে খোলা বাজারে (ওএমএস) চাল বিক্রির অনিয়মের অভিযোগ উঠেছে। ওএমএস ডিলার রুস্তম আলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে সোমবার বিকেলে কয়েকজন ভুক্তভোগী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে পৌর এলাকার সিংগা গ্রামের রাব্বেল, তহমিনা, ইস্ররাফিল ও সোহাগ খোলা বাজারের (ওএমএস) চাল কিনতে দুর্গাপুর সদরের থানা মোড়ের ডিলার রুস্তমের দোকানে যান। এ সময় তারা চাল কিনতে চাইলে পরিবেশক রুস্তমের ছেলে চাল নাই বলে তাদের জানান। পরে আবারও তাঁরা চাল কিনতে চাইলে তাদের সঙ্গে খারাপ আচারণ করেন রুস্তমের লোকেরা। এমন কি ভুক্তভোগীদের চাল না দিয়ে চালের বস্তা ভ্যানে তুলে অন্যজনের কাছে বিক্রি করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগী সিংগা গ্রামের ইস্ররাফিল বলেন, সোমবার বেলা ১১টার দিকে চাল কিনতে গেলে ডিলার রুস্তমের লোকজন আমাকে চাল দেয়নি। সেখানে তাঁরা নিজেরাই খাতায় টিপসহি করে চাল বাইরে বিক্রি করছে। অথচ আমাদের কাছে তাঁরা চাল নাই বলে জানান। ওএমএস ডিলার রুস্তম আলী বেশি মুনাফার আশায় কালোবাজারে বেশি দামে চাল বিক্রি করছে বলেও অভিযোগ করেন কয়েকজন ভুক্তভোগী।
ঘটনার ব্যাপারে ওএমএস ডিলার রুস্তম আলী বলেন, তাদের অভিযোগ মিথ্যা। তারা আমার কাছে দুপুর ১টার দিকে এসে এক বস্তা চাল চেয়েছে। একজনকে এক বস্তা চাল দেওয়ার বিধান নেই। আমি তাদের বলেছি জনপ্রতি ৫ কেজি চাল পাবেন। আগামীকাল (মঙ্গলবার) আসবেন। এর বাইরে কোনো ঘটনা নেই।
এ বিষয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।