এয়ারপোর্ট থানার বায়া বালিয়াডাঙ্গা এলকায় পূর্ব শত্রুতার জের ধরে শাহাজাদী খাতুন (৫০) নামের এক প্রতিবন্ধীর উপরে হামলা চালিয়ে নির্যাতন করেছে প্রতিপক্ষরা। গত রোববার সন্ধা ৭ টার দিকে বায়া বালিয়া ডাঙ্গা লিচুবাগানের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরএমপি এয়ারপোর্ট থানায় প্রতিবন্ধী শাহাজাদী খাতুন বাদি হয়ে লিখিতো অভিযোগ দিয়েছেন।
ঘটনা সূত্রে জানা গেছে, পবা উপজেলার বায়া বালিয়াডাঙ্গা এলাকার ওসমান মন্ডলের মেয়ে প্রতিবন্ধী শাহাজাদা খাতুন (৫০) গত রোববার সন্ধায় দিকে তার বড় খালার বাড়ি থেকে বালিয়াডাঙ্গা এলাকার আলম আলীর স্ত্রী ছোট খালা লায়লা বেগমের বাড়ি যাচ্ছিলেন। সন্ধা ৭ টার দিকে বালিয়াডাঙ্গা লিচুবাগানের কাছে প্রতিবন্ধী নারী পৌছালে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে বালিয়াডাঙ্গা এলাকার সৈয়দ আলীর নির্দেশে এলাকার মৃত আমজাদের ছেলে বাবলু, ওয়াশিম ও আয়ুবের ছেলে আয়নাল প্রতিবন্ধী শাহাজাদা খাতুন (৫০) উপরে হামলা চালায়।
এসময় প্রতিবন্ধী ওই নারীকে ব্যাপক মারপিট করে তার জামাকাপড় ছিড়ে ফেলে ও রাস্তায় ফেলে নির্যাতন চালায়। প্রতিবন্ধী নারীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে হামলা কারিরা পালিয়ে যায়।
খবর পেয়ে প্রতিবন্ধী নারীর ছোট খালা লায়লা ঘটনা স্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে আহত অবস্থায় রাত সাড়ে ৭ টার দিকে এয়ারপোর্ট থানায় নিয়ে যায়। প্রতিবন্ধী নারী ৫ জনের বিরুদ্ধে লিখিতো অভিযোগ দায়ের করেন থানায়। তবে আতংঙ্কে রয়েছে প্রতিবন্ধী নারী ও তার পরিবার।
এ বিষয় আরএমপি এয়ারপোর্ট থানার ইনচার্জ (ওসি) ইমরান হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। কোন প্রতিবন্ধি নারীকে কেউ যদি মারপিট করে অবশ্যই আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।