রাজশাহী মহানগরীতে চার্জর ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। বুধবার সকাল ৯ টার দিকে কাটাখালি থানার মোসলেমের মোড়ে মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহরা হলেন, নিহতরা হলেন, ভ্যানচালক রাহাত আলী (৪৫) ও পথচারী রিনা বেগম (৫০)। নিহত রিনা বেগম বাঘা থানার আড়ানী গ্রামের বাসিন্দা ও রাহাত আলী পবার পারিলা গ্রামের বাসিন্দা।
প্রতক্ষদর্শিরা জানান, মহাসড়ক দিয়ে যাত্রীবাহী চার্জার ভ্যানে করে যাওয়ার সময় একটি অটোরিকশা মহাসড়কে উঠার সময় মুখোমুখি ধাক্কা দিলে গুরুতর জখম হন তারা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
এ বিষয়ে কাটাখালি থানার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, সড়ক দুর্ঘটনায় স্থানীয়রা উদ্ধার করে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় অটো চালক পলাতক রয়েছেন। তবে অটো পুলিশের হেফাজতে রয়েছে বলেও জানান ওসি।