রাজশাহী মহানগরীতে হেরোইনসহ রুমা (৩৫) নামের এক চিহ্নত নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার সকালে নগরীর মতিহার থানাধিন মিজানের মোড় (চরশ্যামপুর) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতার নারী মাদক কারবারী রুমা ওই এলাকার আনারুলের মেয়ে।
এ বিষয়ে মতিহার থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানান, সোমবার সকালে হেরোইন বিক্রির সময় রুমা নামের এক নারী মাদক কারকারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।